একটি শ্রমিক সংগঠনের আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়। বিমান শ্রমিক লীগ নামের সংগঠনের ডাকে গতকাল সকাল ৯টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে শ্রমিকরা। এসময় বিমানের কর্মকর্তারা কার্যালয়ে ঢুকতে গিয়ে তাদের বাধার মুখে পড়েন। প্রধান ফটক থেকেই ফিরে যান তারা। এদিকে আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের ওই সংগঠন। এর আগে রোববার একই দাবিতে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে বলাকা ভবনে ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শ্রমিক লীগের কর্মীরা। রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে মুক্ত হন তিনি। বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, ১০০ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে রোববার এমডি’র সঙ্গে বৈঠকে কোন সুরাহা না হওয়ায় গতকাল এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকরা ধর্মঘটে গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম অচল হয়ে যাবে। আর সেক্ষেত্রে দেশের প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়। বিমান শ্রমিক লীগের নেতাকর্মীরা জানান, বিভিন্ন সময়ে শ্রমিক লীগের দাবির বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হলেও এসব বাস্তবায়নে বিমান কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।