আসাদের পতন হবে : মুরসি

আসাদের পতন হবে : মুরসি

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের দাবির প্রতি সিরীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আসাদ সরকারের পতন হবে বলে বিশ্বাস মিশরের প্রেসিডেন্টের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ককে (সিএনএন) একটি সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ মুরসি। সাক্ষাৎকারটি চুম্বক ‍অংশ প্রকাশ করেছে সিএনএন।

সাক্ষাৎকারে মুরসি বলেন, “ যখন রক্তপাত বন্ধ হবে সিরিয়ার জনগণ তাদের বিপ্লবের মাধ্যমে নতুন এক মঞ্চে চলে যাবে যেখানে তাদের থাকবে একটি স্বাধীন পার্লামেন্ট এবং তাদের নির্বাচিত সরকার।”

মুরসি বলেন, “এরপরেই তারা (সিরীয়রা) সিদ্ধান্ত নেবেন তাদের বিরুদ্ধে যারা অপরাধ করছে তাদের ভাগ্য নিয়ে। সিরিয়ার জনগণই এ সিদ্ধান্ত নেবেন।”

আসাদকে কি নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা উচিত-এমন প্রশ্নে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি বলেন, “এটি জনগণের আওতাভুক্ত। একইভাবে মিশরের জনগণ যা চেয়েছে, সিরিয়ার জনগণও তাই চাচ্ছে। আমরা সিরিয়ার জনগণকে সর্মথন করি। তারা বিজয়ী হতে যাচ্ছে। তাদের জয়ের ইচ্ছা আছে।”

গত অক্টোবরে তুরস্ক সফরের সময় সিরিয়ায় আরবের সামরিক হস্তক্ষেপের কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন মুরসি। তবে তার রাজনৈতিক উপদেষ্টা সেইফ আব্দুল ফাত্তাহ পরে জানান, তার ওই বিবৃতি (সিরিয়ার) প্রেক্ষিতের বাইরে এবং তুরস্কে অবস্থানের সময় মুরসি সামরিক হস্তক্ষেপের কথা বলেননি।

গত জুনের পর রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাশার আল-আসাদ বিদ্রোহীদের পশ্চিমাদের হাতের পুতুল হিসেবে উল্লেখ করেন। সরকারি বাহিনী ‘আল কায়েদার’ সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে বলে দাবি করেন তিনি।

দেশের সংকট সমাধানে নতুন পরিকল্পনার কথা বলেছেন আসাদ। তবে বিরোধীরা তার এ পরিকল্পনা প্রত্যাখান করেছেন। অন্যদিকে আসাদের পরিকল্পনার জন্য তার প্রশংসা করেছে ইরান।

সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া সহিংসতায় ৬০ হাজারের বেশি লোক নিহত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ।

আন্তর্জাতিক শীর্ষ খবর