বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের যে টানাপোড়ন শুরু হয়েছিল তা কিছুটা হলেও শিথিল হয়েছে নাজমুল হাসান ও জাকা আশরাফের দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যদিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দিল্লিতে দেখা করেন। দুই দেশের ক্রিকেট স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই বোর্ড প্রধানের বৈঠকও হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানায় বিসিবি।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, দ্বিপাক্ষিক ক্রিকেট ইস্যুতে তারা কথা বলেছেন। বাংলাদেশ দলের পাকিস্তান সফর এবং বিপিএল দ্বিতীয় আসরে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়েও কথা হয়েছে বলে জানান জালাল।
বিসিবি সভাপতি পিসিবি চেয়ারম্যান জাকা আশারফকে আশ্বস্ত করেছেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়ে এডহক কমিটির সভায় বিস্তারিত আলোচনা করবেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে নাজমুল হাসান সোমবার দিল্লি থেকে সিঙ্গাপুরে গেছেন। ৯ জানুয়ারি সভা শেষে দেশে ফিরবেন তিনি।
এবার দুই দেশের ক্রিকেট বোর্ড একসঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সময়ে সফরের সূচি ঠিক করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ৩১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের পাকিস্তান সফর আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়।