স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপির ওপর ভর করেই জামায়াত তাদের অপ-রাজনীতি করার সুযোগ পাচ্ছে। তাই বিএনপি-জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে।
সোমবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মিরপুর ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এ আলোচনা সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার দেশে নানবিধ উন্নয়ন এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। এসময় বিরোধী চক্র এসব কার্যক্রম নস্যাৎ করতে নানাবিধ ষড়যন্ত্র করছে।’
মন্ত্রী তাদের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধীরা যেন কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে না পারে সে লক্ষে দেশের প্রত্যেক পাড়া-মহল্লা-থানার সাধারণ মানুষকে সচেতন করতে হবে।’
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংগঠনের উপদেষ্টা বাবু সতীশ চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন প্রমুখ।