হাসপাতালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন

হাসপাতালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। হিলারির মুখপাত্র ফিলিপ রেইনেস জানান, মাথায় আঘাতের বিষয়টির ‘ফলো আপ’ করাতে গিয়েই রোববার এক পরীক্ষায় রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। হিলারি বর্তমানে নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি আছেন এবং সেখানকার চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পান তখনকার ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। এই দায়িত্বে গত প্রায় চার বছরে মোট ১১২টি দেশ সফর করেছেন তিনি। এ কারণে গণমাধ্যমে তাকে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণকারী পররাষ্ট্রমন্ত্রীও বলা হয়েছে কখনো কখনো।

আন্তর্জাতিক শীর্ষ খবর