আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের দেয়া ফর্মুলা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক অনুষ্ঠানে ড. আকবর আলি নির্বাচনের জন্য চারটি ফর্মুলা তুলে ধরেন। তার এ ফর্মুলার প্রতি ইঙ্গিত করেই প্রধানমন্ত্রী আজ এক অনুষ্ঠানে বলেন, কারও দেয়া ‘ফর্মুলায়’ নয়, আওয়ামী লীগ নিজেস্ব গতিধারায় চলবে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, কেউ কেউ আজকাল ফর্মুলা দেন। ব্যর্থ লোকদের ফর্মুলা দিয়ে তো আর গণতন্ত্র সুরক্ষিত হবে না।
আওয়ামী লীগের ১৯তম কাউন্সিলে সপ্তমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে সকালে দলের কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, অনেক মোটা-তাজা মানুষই তো দল করতে ব্যর্থ হয়েছেন। যারা দল করতে পারেনি, আমরা তাদের ফর্মুলা চাই না। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের নেতৃত্বে মহানগরের নেতারা ফুল দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এরপর সিলেট জেলা, শ্রমিক লীগ, বগুড়া জেলা, নোয়াখালী জেলা, সৈয়দপুর জেলা, ফেনী জেলাসহ দলের অন্যন্য সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ একে একে ফুল দিয়ে সভাপতিকে অভিনন্দন জানান।