নিজামী-আমিনীর সঙ্গীরা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে: কামরুল

নিজামী-আমিনীর সঙ্গীরা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে: কামরুল

আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করছে, যারা নিজামী-আমিনীদের সঙ্গে আছে তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য ষড়যন্ত্র করছে। এসময় তিনি বলেন, যুদ্ধারপরাধীদের বিচার করা আমাদের একটি ফরজ কাজ।

শুক্রবার সকালে যুদ্ধাপরাধীদের বিচার জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিদ্দিকবাজার যুবসংঘ ও ঢাকা ফাউন্ডেশনের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, ‘হত্যাকারীদের বিচার করা ইসলামের নির্দেশ। ইসলাম কোনো অবস্থাতেই যারা খুন-ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ক্ষমা করতে বলেনি।’

তিনি আরও বলেন, বিরোধীরা ষড়যন্ত্রের ডালপালা ছড়াচ্ছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১’এ এদের পরাজিত করেছিলাম। এবার চূড়ান্তভাবে এদের পরাজিত করা হবে।

সিদ্দিকবাজার যুবসংঘের সভাপতি জসীমউদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ।

রাজনীতি