আফগানিস্তানের দক্ষিণে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় ন্যাটো সেনাসদস্য নিহত হয়েছে। গত বছরের আগস্ট মাসে ত্রিশ জন সেনা মারা যাওয়ার পরে এটাই পরবর্তী বড় নিহতের ঘটনা।
ন্যাটো এক বিবৃতিতে জানায়, ‘হেলিকপ্টারটি আফগানিস্তানের দক্ষিণের দিকে নেমে গিয়েছিল। ওই অঞ্চলে জঙ্গী তৎপরতা অনেক বেশি। কিন্তু কি কারণে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ন্যাটো আরও জানায়, ‘দুর্ঘটনার বিশদ বিবরন এখন পর্যন্ত জানা যায়নি। নিহতদের পরিবারের কাছে এবিষয়ে জানানো হবে। তবে যেখানে কপ্টারটি ভূপাতিত হয়েছে সেখানে ওই সময় কোনো জঙ্গী তৎপরতা ছিল না।’
ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (ইসাফ) নিহত সেনাদের পরিচয় এবং জাতীয়তা প্রকাশ করেনি। তবে যুক্তরাজ্য দাবি করেছে, নিহতদের মধ্যে কোনো ব্রিটিশ যোদ্ধা নেই।
এদিকে তালেবান গোষ্ঠি দাবি করছে এই কপ্টার দুর্ঘটনার পেছনে তাদের হাত রয়েছে।