পুতিনের ভারত সফর ৪০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত

পুতিনের ভারত সফর ৪০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত

৪০০ কোটি ডলারের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ভারত ও রাশিয়া। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের বিষয়েও কথা হয়েছে এ দেশ দু’টোর শীর্ষ নেতাদের মধ্যে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকালে এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। তবে আলোচনার বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া থেকে ৪২ টি সুখয় সু-৩০ যুদ্ধ বিমান ও ৭১ টি মিল মি-১৭ হেলিকপ্টার কিনবে ভারত।

উপরোক্ত সূত্রে আরো জানা গেছে, দু’দেশের মধ্যেকার বাণিজ্য সম্পর্ক আরো সম্প্রসারণ করতে চাইছেন পুতিন। ২০১৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ ১০০০ কোটি ডলার থেকে ২০০০ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার।

অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ খবর