পিঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বলেছে মন্ত্রণালয়

পিঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বলেছে মন্ত্রণালয়

পিঁয়াজের সরবরাহ নিশ্চিত ও মূল্য যাতে কোনোভাবে অস্বাভাবিক পর্যায়ে না ওঠে সেজন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পিঁয়াজের সরবরাহ ও ন্যায়্য মূল্য নিশ্চিতের লক্ষ্যে এর আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয়া হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আশা করা হচ্ছে এখন প্রতিদিন পিঁয়াজের দাম কমবে। বাজারে চাহিদা অনুযায়ী পিঁয়াজের সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এজন্য সরকার ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা দেবে।

বাজারে পিঁয়াজের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিতে মতবিনিময় সভায় সবাই একমত হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স¤প্রতি পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় পিঁয়াজ আমানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এই জরুরি বৈঠকে বসে।

বর্তমানে বাজারে দেশি পিঁয়াজ কেজি প্রতি ৬৫ টাকা এবং ভারত থেকে আমদানি করা পিঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন সাময়িক সমস্যার কথা তুলে ধরে আগামী দিনগুলোতে পিঁয়াজের দাম কমার আশ্বাস দেন।

বাজারে যাতে পিঁয়াজ সরবরাহে কোনো সংকট দেখা না দেয় এবং মূল্যবৃদ্ধি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের নেতাদের সহযোগিতা কামনা করে বাণিজ্য মন্ত্রণালয়।

সভায় জানানো হয়, কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।

মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়, এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, টিসিবি’র চেয়ারম্যান সারোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া কাপ্তান বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. আব্দুল মান্নান খান, শ্যামবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শামুসুল আলমসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর