আরামবাগকে হারিয়ে লীগ টেবিলে প্রথমবারের মতো শীর্ষে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওসেই মরিসনের একমাত্র গোলে সাদা-কালোরা পঞ্চম ম্যাচে পেয়েছে তৃতীয় জয়। এই জয়ে তাদের সংগ্রহ ৫ ম্যাচে ১০ পয়েন্ট। আবাহনী ও শেখ জামালেরও সংগ্রহ সমান ১০ পয়েন্ট করে। তবে গোল গড়ে এই দু’দলের চেয়ে কিছুটা এগিয়ে মোহামেডান।
প্রায় প্রতি ম্যাচেই গোল করে সাদা-কালোদের গোল মেশিনে পরিণত হয়েছেন ঘানাইয়ান ওসেই মরিসন। লীগের একমাত্র হ্যাটট্রিকম্যান গতকাল পেয়েছেন ষষ্ঠ গোলের দেখা। এর মধ্যে গতকালের ম্যাচ নিয়ে শেষ তিন ম্যাচেই মোহামেডানের হয়ে গোল করেছেন এখন পর্যন্ত শীর্ষে থাকা এই স্ট্রাইকার। নিজের গোলের তালিকার আরও বিস্তৃত করার সুযোগ অবশ্য এসেছে মরিসনের সামনে। কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট করে মোহামেডানের জয়টাকে বড় করতে পারেননি তিনি। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে দেখা গেছে মোহামেডানকে। শুরুর তৃতীয় মিনিটেই গোল পেতে পারতেন ঘানাইয়ান মুস্তাফা ইব্রাহিম। কিন্তু একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে গোলকিপারকে পাশ কাটালেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। ১৬ মিনিটে অবশ্য সেই ইব্রাহিমের ক্রসেই মাপা হেডে লক্ষ্যভেদ করেন মরিসন (১-০)। ২২ মিনিটে শরীফ গোলমুখে দারুণ এক মাইনাস ফেলেন, কিন্তু পা ছোঁয়ানোর আনুষ্ঠানিকতাটাই পূরণ করতে পারেননি মরিসন। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ম্যাচের দারুণ এক সুযোগ পেয়েছিল আরামবাগ। কিন্তু ইদ্রিস কাসেরি ও খালেদ আহমেদ ডিতে ঢুকে বল দেয়া-নেয়া করতে গিয়ে সুযোগটা নষ্ট করেন। বাকিটা সময় মরিসন, ইব্রাহিম আরও কিছ সুযোগ নষ্ট করলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাদা-কালোদের।