টাঙ্গাইল থেকে: সংলাপের বিকল্প নেই উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন। তিনি বলেন প্রধান দুই রাজনৈতিক দলের ওপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। মজিনা বলেন, আমেরিকা সব সময়ই বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। আমরা সংস্কৃতির আদান প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। এছাড়া বিশ্ব সন্ত্রাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপে আমেরিকা সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তিনি বলেন, আমেরিকা এ বিচারে সহযোগিতা করে যাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের তিনটি দল বাংলাদেশ পরিদর্শন করেছে। যুদ্ধাপরাধী বিচারের বিষয়ে কিছু পরামর্শও দেয়া হয়েছে। ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে পর্যবেক্ষক প্রতিনিধি পাঠাতে প্রস্তুত বলেও জানান আলোচিত এই কূটনীতিক। গতকাল টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাষ্ট্রদূত ড্যান মজিনা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছে ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মার্চ পাস্ট ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন। এ সময় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলমসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।