রাজধানীসহ সারা দেশে ভূ-কম্পন

রাজধানীসহ সারা দেশে ভূ-কম্পন

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাত ১০টা ৪১ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জানান, ঢাকা থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প অবজারভেটরির তত্ত্বাবধায়ক সৈয়দ হুমায়ূন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে প্রায় সাড়ে চারশ’ কিলোমিটার পূর্বদিকে মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর