৭ জানুয়ারি ১৪ দলের মানববন্ধন

৭ জানুয়ারি ১৪ দলের মানববন্ধন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতে ৭ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে থেকে গণমিছিল শুরুর আগে এক সমাবেশ থেকে মানববন্ধনের এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

তার সভাপতিত্বে এই সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে জিপিও, তোপখানা, প্রেসক্লাব, রমনা হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চের সামনে গিয়ে শেষ হয় গণমিছিল। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগসহ শরিক দলগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ আট নেতা ও বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।তাদের মুক্তির দাবিতে সারা দেশে হরতালও করেছে জামায়াত।

এই দুটি দল ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে আওয়ামী লীগসহ শরিক দলগুলো।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর