উৎসব মুখর পরিবেশে রংপুর সিটির ভোট গ্রহণ শুরু

উৎসব মুখর পরিবেশে রংপুর সিটির ভোট গ্রহণ শুরু

উৎসব মুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ১৭৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভাল উপস্থিতি লক্ষ্য করা গেছে। শঙ্কা-আশংকা থাকা সত্ত্বেও পুলিশের সতর্ক নজরদারির কারণে ভোট পূর্ববর্তী বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নবগঠিত দেশের এই দশম সিটি করপোরেশনের নির্বাচনে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭০টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন ও নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১৪ জন। এতে মেয়র পদে ১২ জন,  ১১টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯১ জন ও  ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য অর্থ বাণিজ্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর