বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বাংলাদেশের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করে মঙ্গলবার কিংবদন্তি এই পেসার জানিয়েছেন এটা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে সোমবার দেশটি সফরের ব্যাপারে সম্মতির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে দুটি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী ১২ ও ১৩ জানুয়ারি লাহোরে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। এর ফলে প্রায় চার বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াবে।
২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার ক্রিকেট দলের বাসে হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকে পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি।
পাকিস্তানের সাবেক পেসার আকরাম বলেন,‘এটা একটি ইতিবাচক সিদ্ধান্ত। আশা করি এ সফর বাস্তবায়ন হবে কারণ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটটা অতীব জরুরী। আর একটি সিরিজ অন্য দেশগুলোকে পাকিস্তান সফরে রাজি করাতে ভূমিকা রাখবে।’
দেশটির সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার আরো বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেট এই মুহূর্তে খুবই প্রয়োজন। আমার আশঙ্কা দুই তিন বছর এমন অবস্থা চলতে থাকলে পাকিস্তানের ক্রিকেটের মানে খারাপ প্রভাব পড়বে।’
অতিথি ক্রিকেট দলের নিরাপত্তার ব্যাপারে আকরাম বলেন,‘পাকিস্তানে সার্বিকভাবে নিরাপত্তার পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা যদি বাংলাদেশের এই সিরিজে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে পারি তবে অন্য দলগুলোও এখানে আসতে উৎসাহিত হবে।’
তবে বাংলাদেশের সফরের বিষয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না পাকিস্তান। পিসিবি সভাপতি জাকা আশরাফ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশের সঙ্গে এখনো আলোচনা চলছে। তবে সিরিজ হলে সেটি জানুয়ারিতেই হবে।
গত এপ্রিলে টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ পাকিস্তানে সফরে যেতে সম্মত ছিল, কিন্তু ঢাকা হাইকোর্টের নিষেধাজ্ঞায় তা বাতিল হয়ে যায়। এখন এ ধরনের কোনো বাধা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।