বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে দুপুর দেড়টায় বৈঠক শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
বৈঠকের একটি সূত্র বাংলানিউজকে জানায়, বুধবারের বৈঠকে আবারও হলমার্ক কেলেংকারির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পর্ষদ সদস্যরা বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চান এটি এখন কোন অবস্থায় আছে। তাছাড়া জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া টাকা কিভাবে উদ্ধারের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। টাকা উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের করণীয় নির্ধারণ করতেও বলা হয়েছে।
সূত্র জানায়, বোর্ড সভায় রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া চূড়ান্ত লাইসেন্সের জন্য যেসব ব্যাংক আবেদন করেছে তাদের আবেদন পরীক্ষা নীরিক্ষা কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। বোর্ডকে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অবহিত করা হয়।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কিছু বিষয়, সামগ্রিক ব্যাংকিং খাত এবং অর্থনীতি নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, জালিয়াতির মাধ্যমে অখ্যাত কোম্পানি হলমার্ক গ্রুপসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নেওয়ার তথ্য প্রকাশের পর থেকেই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা এর পর যাতে এমন কোন ঘটনা না ঘটে এর করণীয় ঠিক করতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংককে।