রাজশাহী বিভাগে হরতাল, পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

রাজশাহী বিভাগে হরতাল, পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

রাজশাহীতে হরতালের শুরুতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে জামায়ত-শিবির কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল চলবে।

হরতালের শুরুতে সকাল সোয়া ৭টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কাজলাসহ কয়েকটি স্থান থেকে ৪জনকে আটক করেছে পুলিশ ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়।

এছাড়া মন্ডলের মোড়ে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।

অন্যদিকে মহানগরীর শালবাগান, ডিঙ্গাডোবা, এলাকায় মিছিল বের করার চেষ্টা করছে শিবির। তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করছে। তবে পুলিশ যাওয়ার আগে সটকে পড়ছে।

সকাল থেকে নাশকতার আশঙ্কায় সর্তক অবস্থায় রয়েছে পুলিশ। মহানগরীর সাহেব বাজার, আলুপট্টি, কুমারপাড়া সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়, মনি চত্বর, সোনাদীঘির মোড়, গোরহাঙ্গা রেলগেট, নওদাপাড়া, বিনোদপুর, কাটাখালী, নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমের গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতালের ডাক দেওয়া হয় রাজশাহী জামায়াত। দলটির রাজশাহী মহানগর আমির ও রাজশাহী জোনের দায়িত্বশীল নেতা আতাউর রহমান ও রাজশাহী জোনের টিম সদস্য রফিকুল ইসলাম সোমবার এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন।

সোমবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাসনিম আলমকে গ্রেফতার করে ৠাব-১।

তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, রাষ্ট্রের নিন্দা করা, রাষ্ট্রের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা অবনতিসহ জাতিগত বিভেদ সৃষ্টি ও দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়া এবং সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর আক্রমণ এবং হত্যা, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় অকার্যকর করাসহ দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ ছাড়াও রাষ্ট্রদ্রোহী লিফলেট, বই ও সিডির মাধ্যমে প্রচারণা চালিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, জন-শৃঙ্খলার অবনতি ঘটানো ও গত ১৬ ডিসেম্বর ধ্বংসাত্মক কার্যক্রমের উদ্দেশে গোপন বৈঠকে মিলিত হওয়ার অভিযোগ আনা হয়। তাসনিমের বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে দায়ের করা ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

হরতাল চলাকালে নগরী থেকে দুর পাল্ল‍ার যানবাহন চল‍াচল বন্ধ রয়েছে। আন্তঃজেলা রুটের বাসও বন্ধ আছে। বিআরটিসি বাসও চলছে না। তবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটিসহ বিভিন্ন ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। রাস্তায় চলছে রিক্সা, অটোরিক্সা, ভ্যান। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।

 

অন্যান্য অর্থ বাণিজ্য রাজনীতি শীর্ষ খবর