পুঁজিবাজারে কারসাজি রোধে নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এর ফলে দেশের দুই পুঁজিবাজারে লেনদেনে নজরদারি আরো জোরালোভাবে করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার সফটওয়্যারটির উদ্বোধন করে অর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষায় সহায়তা করতে পারবে এটি।
“পুঁজিবাজারে সুশাসনের জন্য গত দেড় বছরে এসইসি অনেক বিধিবিধান করেছে। এগুলোর বাস্তবায়নেও এ সফটওয়্যার সহায়তা করবে।”
এসইসি সদস্য আরিক খান বলেন, বাজারে সিরিয়াল ট্রেডিং, ইসনাইডার ট্রেডিং, শর্ট সেলের মতো আইন বহির্ভূতভাবে লেনদেন হলেই এ সফটওয়্যারে অ্যালার্ট হিসেবে সিগন্যাল আসবে। এরপর এসইসি এসব বিষয়ে তদন্ত করবে।
সোমবার বাজারের লেনেদেন চলাকালীন সময়ে ২৬৭টি অ্যালার্ট এসেছে বলে অনুষ্ঠানে দেখানো হয়।
এক সাংবাদিক প্রশ্ন করেন- অমনিবাস হিসাবের লেনদেনগুলো এ সঢটওয়্যার কীভাবে গণ্য করবে?
এর উত্তরে মুহিত বলেন, অমনিবাস হিসাবগুলো একটা সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।
এসময় এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, “অমনিবাস হিসাবগুলোর বিপরীতে বিও হিসাব হবে। এর ফলে ওই হিসাবের লেনদেন সঢটওয়্যারে দেখা যাবে।”
পুঁজিবাজার সংস্কার কর্সূচির আওতায় এ সফটওয়্যারটি কিনেছে এসইসি। এর আগে বাজার নজরদারির জন্য এসইসির নিজস্ব কোনো সফটওয়্যার ছিল না।