বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন।
বুধবার বিকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ (কাজী বশির মিলনায়তন) প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে বিএনপির করা জাতীয় কমিটির আহবায়ক সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানাবেন বলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
সারা দেশ থেকে ১০ হাজারের বেশি মুক্তিযোদ্ধা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান তিনি।
বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি দাবি করে শাহজাহান ওমর বলেন, “জিয়ার প্রতিষ্ঠিত এই দলে অন্যান্য রাজনৈতিক দল থেকে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি।
“একাত্তরের সেক্টর কমান্ডার, উপ-সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের কমান্ডার এবং খেতাবধারীসহ মাঠ পর্যায়ের মুক্তিযোদ্ধা আমাদের দলে সবচেয়ে বেশি। কারণ আমরা যুদ্ধের সময় রণাঙ্গনে দেশমাতৃকার জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছি।”
আজ দুপুর ২টায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে প্রয়াত মুক্তিযোদ্ধাদের সন্তানসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এবং শিক্ষাবিদ-পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন জানান, সারাদেশ থেকে আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা ঢাকায় আসতে শুরু করেছেন। ৭৫টি সাংগঠনিক কমিটির মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১০ সাল থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে আসছেন। তবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাঁধার জন্য বিএনপির সমালোচনাও রয়েছে।