বৈদেশিক বিনিয়োগ না আসা ‘সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা দায়ী’

বৈদেশিক বিনিয়োগ না আসা ‘সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা দায়ী’

দেশে কাঙ্খিত পরিমাণ বৈদেশিক বিনিয়োগ না আসার জন্য সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের অভিযুক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার ‘মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এমসিসিআই) আয়োজিত দেশের অর্থনীতি নিয়ে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ অভিযোগ তোলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সংবাদ মাধ্যম ও দেশের থিঙ্ক ট্যাংক বলে যারা পরিচিত, তারা প্রায় সময়েই নেতিবাচক বিষয় নিয়ে মাতামাতি করে থাকেন। কিন্তু কোনো ইতিবাচক বিষয়ে তাদের সাড়া তেমন পাওয়া যায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সরকারের ব্যাংক ঋণ বেড়েছে বলে এরা সবাই হৈ চৈ শুরু করে দিয়েছে।’

তিনি বলেন, ‘হ্যাঁ, সরকারের ব্যাংক ঋণ বেড়েছে। কিন্তু যখন সরকারের ব্যাংক ঋণ কমে যায় বা কম থাকে, তখন কিন্তু তারা এজন্য কোনো প্রশংসা করেন না, নীরব ভূমিকা পালন করে থাকেন।’

প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, ‘সংবাদ মাধ্যম ও বুদ্ধিজীবীদের এ ধরনের প্রচারণার কারণে দেশে বিদেশি বিনিয়োগকারীরার এলেও তারা পালিয়ে যান। তবে এ জন্য রাজনীতিবিদরাও দায়ী। তারা বিভিন্ন সভা-সমাবেশে অনেক অবান্তর সমালোচনা করে থাকেন। দেশের স্বার্থে তিনি সকলকে ‘সংযত’ হয়ে কথা বলার আহবান জানান।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর