ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে: ইরান

বিদেশি শক্তির দাবির মুখে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা ফেরেদৌউন আব্বাসি-দাভানি।

মঙ্গলবার এ তথ্য জানায় ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ। পারমাণবিক কার্যক্রম বিষয়ে কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে পরিকল্পনামাফিক নতুন করে শুরু হতে চলা আলোচনার আগে ইরানের কঠোর অবস্থানের আভাস বলেই মনে করা হচ্ছে এ বক্তব্যকে।

পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। বর্তমানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।

এতে করে ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে উপলব্ধি করে এ কর্মসূচি বন্ধে চাপ দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। তবে ইরান বলছে, চিকিৎসা গবেষণার প্রয়োজেনই তাদের এই মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আব্বাসি দাভানি বলেন, ‘অন্য দেশগুলোর দাবির মুখে ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান। নিজস্ব প্রয়োজন মেটাতে ইরান যতদিন প্রয়োজন ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে যাবে ।’ তবে এ প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

পশ্চিমা কূটনীতিকরা বলছেন, তেহরানের পারমাণবিক চুল্লির জন্য আগামী বেশ কয়েক বছরের প্রয়োজনীয় ইউরেনিয়াম ইতোমধ্যেই উৎপাদন করেছে ইরান। তবে ইরান আরেকটি পরীক্ষামূলক পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করছে বলে এর আগে জানিয়েছিলেন আব্বাসি দাভানি।

তিনি বলেন, ‘তেহরানের পারমাণবিক চুল্লিতে ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জাতির অধিকার এবং এ অধিকার রক্ষা করবে কর্তৃপক্ষ।’

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে বলে গত কয়েক বছর ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক শীর্ষ খবর