আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় জাবেদের মনোনয়ন চূড়ান্ত হয়।
এর আগে আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শূন্য ফরিদপুরে উপনির্বাচনে তার ছেলে নাহিম রাজ্জাককে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ এবং নাহিম নির্বাচনে বিজয়ীও হয়।
চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবু গত ৪ নভেম্বর মারা যান।
সাইফুজ্জামান চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সর্বসম্মতভাবে সাইফুজ্জামানকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, ওই আসনে উপনির্বাচনে সাতজন প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। প্রথমে আলাদাভাবে সাতজনের সঙ্গে এবং পরে সবাইকে নিয়ে আলোচনা করে জাবেদের প্রার্থিতা চূড়ান্ত হয়।
এই উপ-নির্বাচনকে সামনে রেখে সোমবারও গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়।
ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি ও জমা নেয়া হয়।
সাইফুজ্জামান জাবেদ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন শাহজাদা মহিউদ্দিন, নুরুল কাইয়ুম খান, আবুল কালাম চৌধুরী, ওয়াসিকা আয়েশা খান, আবুল মনসুর চৌধুরী ও শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
এই উপনির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ ডিসেম্বর এবং আবেদন প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
এই আসনে মোট ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৫১২ জন এবং নারী ১ লাখ ২৪ হাজার ২৭৫ জন।