শুক্রবার কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক ইলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহতের ঘটনা স্মরণে ওবামা সেখানে প্রার্থনাসভায় যোগ দেন এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। স্থানীয় অধিবাসীদের উদ্দেশে ওবামা বলেন, এ ঘটনায় শুধু এলাকাবাসী নয়, পুরো জাতি শোকাচ্ছন্ন। শোকসভায় ধর্মীয় গুরু ও অঙ্গরাজ্যের গভর্নরের বক্তব্যের পর ওবামা বলেন, আমি এ ঘটনায় গোটা জাতির পক্ষ থেকে সহানুভূতি জানাতে ও প্রার্থনা করতে এসেছি। শুধু আপনারাই শোকাচ্ছন্ন নন, সারা জাতি আপনাদের সঙ্গে কেঁদেছে। আমরা এ ধরনের হত্যাযজ্ঞ আর সহ্য করব না। এর অবসান ঘটাতে হবে। আর তা করতে গেলে আমাদেরকেও বদলে যেতে হবে।
নিহতদের শেষকৃত্য গতকাল সোমবার শুরু হয়। গতকাল দুই শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়।
গত শুক্রবার স্কুলে হামলা চালানো বিশ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম অ্যাডাম লানজা বলে জানিয়েছে পুলিশ। স্কুলে হামলা চালানোর আগে সে তার মাকে খুন করে সেখানে আসে এবং হত্যাকাণ্ডের পর নিজেও আত্মহত্যা করে। লানজা হত্যাকাণ্ডের জন্য আধা-স্বয়ংক্রিয় একটি রাইফেল ব্যবহার করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তার কাছে বেশ কয়েকশ রাউন্ড বুলেট ছিল। এছাড়া তার গাড়ি থেকে দুইটি হ্যান্ডগান ও একটি শর্টগান উদ্ধার করা হয়েছে।