তুরস্ক সফর করলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশটির ওকান বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ ও সামাজিক উদ্যোগ কেন্দ্রে এক সম্মেলনে বক্তব্য দেন। কেন্দ্রটি ২০১১ সালে তার নামেই প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বক্তৃতায় তিনি দারিদ্র্য দূরীকরণের জন্য সামাজিক উদ্যোগ ও সামাজিক ব্যবসার ওপর তাগিদ দেন। ইস্তাম্বুলের শিরাগার প্রাসাদে তার সম্মানে ১০ ডিসেম্বর রাতে নৈশভোজের আয়োজন করা হয়।