ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার লিবারম্যান জানান, একজন রাষ্ট্রদূতের পদোন্নতির ব্যাপারে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করছেন। ইমেইলে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, যদিও আমি কোন অপরাধ করিনি তবুও আমি পদত্যাগ করছি। লিবারম্যান অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে তদন্তকে প্রহসন বলেন। বিতর্কিত উগ্র জাতীয়তাবাদী নেতা লিবারম্যান বলেন, তিনি আইনগতভাবে পদত্যাগে বাধ্য নন তবে তিনি পদত্যাগ করবেন। লিবারম্যানের বিরুদ্ধে ঘুষ ও অর্থ পাচারের অভিযোগও আনা হতে পারে। ইসরাইলের বিচার মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায় তার বিরুদ্ধে একজন কূটনীতিবিদের পদোন্নতির ব্যাপারে অনিয়ম করার অভিযোগ আনা হবে।