যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আল্প কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়েছেন।
তবে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ রেইনস শনিবার এক বিবৃতিতে জানান, “পাকস্থলীর ভাইরাসে আক্রান্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী পানিশূন্যতায় ভোগেন এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন।”
গত সপ্তাহের শেষদিকে পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন হিলারি ক্লিনটন। এ কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর বাতিল করেন তিনি।
বিবৃতিতে রেইনস বলেন, “তিনি বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।”
যুক্তরাষ্ট্রের উপ সরকারি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারবেন।