হবিগঞ্জের ঢাকা-সিলেট রেল সড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে শুক্রবার রাতে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পরে ঢাকা-সিলেট রেল যোগাযোগ শুরু হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন মাস্টার শহীদুল হক জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে শাহজিবাজার রেলওয়ে স্টেশন ছাড়ে। ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল থেকে কিছুদূরে যাওয়ামাত্র ২টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
এতে সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে শায়েস্তাগঞ্জ জংশনে ঢাকাগামী পারাবত ট্রেনসহ বিভিন্ন স্টেশনে ঢাকা ও সিলেটগামী ট্রেন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ১১টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।