পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এখনই দেশে ফিরছেন না। পারভেজ মোশারফ নিজেই পাকিস্তানে ফেরা সম্পর্কে এ কথা জানিয়েছেন। চলতি মাসের শেষের দিকে মোশারফের পাকিস্তানে ফেরার কথা ছিল।
সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সংসদের উচ্চ কক্ষের এক অধিবেশনে বলেন, ‘পারভেজ মোশারফ দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। যেই মুহুর্তেই তিনি পাকিস্তানের মাটিতে অবতারণ করবেন, সেই মুহুর্তেই তাকে কারাগারে পাঠানো হবে।’
এর আগেই অবশ্য মালিক আদালতের বরাত দিয়ে বলেছিলেন, আদালত যাকে দোষি হিসেবে ঘোষণা দিয়েছে। তাকে গ্রেপ্তার করাই এখন কাজ।
মালিকের এই বক্তব্যের পরই মোশারফ নিজের প্রতিক্রিয়া জানাতে একথা জানালেন।
৬৮ বছর বয়সী পারভেজ মোশারফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। পাকিস্তানে তার বিরুদ্ধে বেশকিছু মামলা হওয়ায় তিনি ২০০৮ সালে ক্ষমতা ত্যাগ করেন।
মোশারফের বিরুদ্ধে মোট তিনটি নিবন্ধিত মামলা রয়েছে বলেও জানান রেহমান মালিক। ১৯৯৯ সালের ১২ অক্টোবর দেশে মার্শাল ল জারি করে মোশারফ সংবিধান লঙ্ঘণ করেছেন বলে জানান মালিক।