গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্যানসারের মতো রোগ শনাক্ত করার জন্য মুঠোফোনের মতো নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। শুধু এই প্রযুক্তি উদ্ভাবন করলে হবে না, প্রযুক্তির সুফল দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সার্ক ফেডারেশন অব অনকোলজির সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের মূল বক্তার বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধানে পুঁজিবাদী ব্যবস্থা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো দেশেও সব মানুষ সুলভে স্বাস্থ্যসেবা পায় না। তিনি বলেন, সামাজিক ব্যবসা এ ক্ষেত্রে সমাধানের একটি উপায়।
দুই দিনের এ ক্যানসার সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধি ছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান ও সিঙ্গাপুরের চিকিত্সক, বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন।