পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনের একটি সরকারি বিমান দৃষ্টিগোচর হওয়ার পরপরই চীনের বিরুদ্ধে প্রথমবারের মতো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে জাপান।
তাছাড়া, তাৎক্ষণিক জবাবে জাপান ওই এলাকায় কয়েকটি জঙ্গিবিমানও পাঠিয়েছে। এতে করে পূর্ব চীন সাগর নিয়ে কয়েকমাস ধরে দু’দেশের মধ্যে চলে আসা অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১ টায় একটি চীনা বিমানকে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে দেখা গেছে। এর কিছুক্ষণ পরই ৮ টি এফ-১৫ জঙ্গিবিমান আকাশসীমায় পাঠিয়ে এর জবাব দেয় জাপান।
জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, ১৯৫৮ সালের পর চীন এই প্রথম জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে।
গত বছর চীনের দু’টি সামরিক বিমান ওই এলাকা দিয়ে উড়ে গেলেও আকাশসীমা লঙ্ঘন করেনি।
চীনা বিমানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটিকে ‘চরম নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন জাপান সরকারের মুখপাত্র ওসামু ফুজিমোরা।
উল্লেখ্য, চীনে দিয়ায়ু এবং জাপানে সেনকাকু নামে পরিচিত পূর্ব চীন সাগরের বিতর্কিত এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।