রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশের ওপর তার নিয়ন্ত্রণ হারাচ্ছেন। সরকার বিরোধীরা হয়তো সেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তার এ বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার পক্ষ থেকে আসাদের সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দেয়া হলো। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কাতানায় গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত এবং নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বক্তব্যে আসাদ প্রশাসনের ব্যাপারে তাদের অবস্থা পরিবর্তনের কোন ইঙ্গিত দেয়া হয়নি। তবে রাশিয়ার বার্তা সংস্থায় প্রকাশিত তার এ ধরনের বক্তব্যের মাধ্যমে সিরিয়ার পটপরিবর্তনের ব্যাপারে মস্কো নিজস্ব অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ক্রেম উপদেষ্টা পরিষদে এ শুনানিতে উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদেরকে অবশ্যই বাস্তব অবস্থার দিকে দৃষ্টি দিতে হবে। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার বিরোধীদের জয় একেবারে উড়িয়ে দেয়া যায় না। একই সঙ্গে সমঝোতার জন্য তিনি বিরোধীদের প্রতি রাশিয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আসাদ প্রশাসনকে পরাজিত করতে সরকার বিরোধীদের বেশ সময় এবং বেগ পেতে হবে। আর এজন্য সিরিয়ার সাধারণ জনগণকেও চরম মূল্য দিতে হবে। এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে দামেস্কে কাতানা এলাকার একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণে ১৬জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকই ছিলেন নারী এবং শিশু। বুধবার সন্ধ্যায় সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তিনটি বোমা হামলায় ৫ জন নিহত হওয়ার পরদিন কাতানায় এ গাড়িবোমা হামলা হলো। দামেস্ক শহরতলিগুলোরই একটি শহর কাতানা। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায়িত্ব শিকার করেনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী এ এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। তাই সরকার বিরোধীরা ভিন্নভাবে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে এ ধরনের কাজ করে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সরকার অবশ্য এ ধরনের হামলার জন্য সন্ত্রাসী তথা সরকার বিরোধীদের দায়ী করেছেন।