ভিওআইপি দুর্নীতি মামলায় মোবাইল অপারেটর টেলিটকের ডিজিএম খন্দকার একেএম আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকেল ৪টায় তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উইং কমান্ডার তাহিদুল ইসলামের নেতৃত্বে গুলশান থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে দুদকে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী থাকাকালীন অবস্থায় আসাদুজ্জামানের বিরুদ্ধে ভিওআইপি দুর্নীতির অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন-দুদক। আন্তর্জাতিক কল থেকে ২০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ নভেম্বর দুদকের করা ৫ টি মামলার প্রত্যেকটিরই আসামি তিনি।
অন্য আসামিরা হলেন- রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিফোন কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড- বিটিসিএলের সাবেক এমডি মো. আবু সাইদ খান, বর্তমান সদস্য (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) মোহাম্মদ তৌফিক, বর্তমান পরিচালক মাহবুবুর রহমান, টেলিটকের জিএম মাহফুজার রহমান (বিটিসিএলের আন্তর্জাতিক শাখার সাবেক পরিচালক)।
এছাড়া এরিস্টোকোল, ডিজিটেক, সুপ্রিমটেল, এনটিএস গ্লোবাল নামের কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধারদের এসব মামলার আসামি করা হয়।