এককভাবে নির্বাচনের ঘোষণা এরশাদের

এককভাবে নির্বাচনের ঘোষণা এরশাদের

জাতীয় পার্টি (জাপা) আগামীতে এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বিকেলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে আয়োজিত দু’দিনব্যাপী লংমার্চের সমাপনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

বস্তুত গত ক’মাস ধরে এককভাবে নির্বাচনের যে আওয়াজ এরশাদ তুলে আসছিলেন এ বক্তব্যের মাধ্যমে সেটাই পূর্ণতা পেলো।

সরকারকে সতর্ক করে তিনি বললেন, ‘আমি সৈনিক, জানি কখন অ্যাটাক করতে হবে।’

এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন মহাজোটেরও সমালোচনা করেন মহাজোটেরই প্রধান শরিক জাতীয় পার্টির এই নেতা।

তিনি বলেন, ‘উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে কোন উন্নয়ন করতে পারেনি মহাজোট। বরং দিন দিন ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে।’

তিস্তার পানির নায্য হিস্যা আদায় করতে না পারায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘তিস্তায় পানি না থাকলে উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যাবে। তাই দেশের মানুষকে রক্ষা করার জন্য জাতীয় পর্টি লংমার্চ শুরু করেছে। আর সরকার তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’

এরশাদ বলেন, ‘দেশে যে উন্নয়ন হয়েছে, তা একমাত্র আমার সরকারের সময়ই হয়েছে। আমার ক্ষমতা ছাড়ার পর দেশে আর তেমন কোন উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে ক্ষমতা পরিবর্তনের। দেশের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ সব আমি করেছি মানুষের জন্য।’

এরশাদ বলেন, আওয়ামী লীগ কিংবা বিএনপি ভারতের কাছ থেকে পানি নিতে পারবে না। একমাত্র আমি পারব ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে।’
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সারাদেশে খুন, হত্যা, লুটপাট হলেও সরকারের সেদিকে কোন নজর নেই, মুখে শুধু নানা উন্নয়নের ফুলঝুরি ছড়াচ্ছে।’

উন্নয়নের স্বার্থে তাকে আরো একবার ক্ষমতায় বসানোর জন্য জনগণকে অনুরোধ জানিয়ে এরশাদ বলেন, ‘আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।’

জনসভায় বক্তব্য রাখেন জাপা মহাসচিব রহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আবু হোসেন বাবলা, জাফর ইকবাল সিদ্দিকী এমপি, কাজী ফারুক কাদের এমপি, হাফিজ উদ্দিন এমপি, নবাব আলী আব্বাস এমপি, সাবেক মন্ত্রী মাইদুল ইসলাম, সালমা ইসলাম এমপি, আসিফ শাহরিয়ার এমপি, রেজাউল করিম মৃধা এমপি, এসএম আব্দুল মান্নান এমপি, যুগ্ন-মহাসচিব শওকত চৌধুরী, সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা, করিম উদ্দিন ভরসা প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর