শ্রমিকদের যদ্দূর সম্ভব বেশী বেতন দেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

শ্রমিকদের যদ্দূর সম্ভব বেশী বেতন দেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের যদ্দূর সম্ভব বেশী বেতন দেওয়ার আহবান জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববাজারে সৃষ্ট বাংলাদেশের তৈরি পোশাকের সম্ভাবনাকে কাজে লাগাতে ক্রেতাদের চাহিদা পূরণে গার্মেন্ট মালিকদের সচেষ্ট থাকার কথা বলেছেন।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩তম বাটেক্সপো-২০১২ উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের তৈরি পোশাকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এই সম্ভ‍াবনাকে ধরে রাখতে হলে গার্মেন্ট মালিকদেরকে তাদের কারখানায় কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতাও বাড়াতে হবে।’

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধাসহ তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে কাজ করছে। মুন্সীগঞ্জে গজারিয়ায় ৩শ’ একর জমিতে তৈরি পোশাক পল্লী স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি আশা করি যে, রফতানি বাজার সম্প্রসারণে গার্মেন্ট মালিকরা তাদের পক্ষে যদ্দূর সম্ভব বেশী বেতন-ভাতা শ্রমিকদের দেবে এবং শ্রম আইন মেনে চলবে ও ক্রেতাদের চাহিদা পূরণ করবে।’

শেখ হাসিনা বলেন, সরকার বিজিএমইএ’কে কান্ট্রি অব অরিজিন সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দিয়েছে। সক্ষমতা বৃদ্ধি পেলে সংগঠনটিকে আরো ক্ষমতা দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

দেশের অর্থনীতিতে আরএমজি খাতের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ জন্য বর্তমান সরকার এই শিল্পের মালিক ও শ্রমিক উভয়ের কল্যাণে পদক্ষেপ নিয়েছে। গার্মেন্টস মালিকদের শুল্ক ও কর সুবিধা দেয়া হচ্ছে এবং এ শিল্পের সুরক্ষায় শিল্পনীতিও প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং স্বল্পমূল্যে তাদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে। প্রায় ৭৬ হাজার প্রসূতিকে ভাতা দেওয়া হচ্ছে এর অধিকাংশই গার্মেন্ট শ্রমিক। চট্টগ্রাম ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে নারী শ্রমিকরা অগ্রাধিকার পাবে।

তিনি বিশেষ করে আরএমজি খাতে নারী শ্রমিকের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তাদের ব্যাপক সম্পৃক্তি নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা, দারিদ্র্য বিমোচন, সেবার উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করছে।

বিজিএমইএয়ের সভাপতি মো. শফিউল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই তাজরিন গার্মেন্টে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাটেক্সপোর উদ্বোধনী ঘোষণার পর শেখ হাসিনা গার্মেন্ট ব্যবসায়ীদের বিজিএমইএ পদক বিতরণ করেন।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর