সিরিয়ার বিরোধী জোটকেস্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার বিরোধী জোটকেস্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সিরিয়ার জনগণের ‘বৈধ প্রতিনিধি’ হিসেবে দেশটির বিরোধী জোটকে স্বীকৃতি দিয়েছে। এদিকে, আলেপ্পোর প্রবেশমুখে একটি সামরিক একাডেমি ঘিরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সেখানে একটি প্রধান সেনা ঘাঁটি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার সময় ৩৫ জন সরকারি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। এছাড়া, হামায় ১২৫ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র সিরিয়ার জনগণের একমাত্র ‘বৈধ প্রতিনিধি’ হিসেবে বিরোধী জোটকে স্বীকৃতি দিয়েছে। মঙ্গলবার সিরিয়ার বিরোধী জোটকে স্বীকৃতি দেয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সমপ্রতি কাতারের রাজধানী দোহায় সিরিয়ার সরকার বিরোধী দলগুলো এই জোট গঠিত হয়। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে ওবামা বলেন, সিরিয়ার সরকারবিরোধী জোট এখন সিরিয়ার জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্য হয়ে উঠেছে বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। তাই সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে আসাদ সরকারের পরিবর্তে আমরা তাদের বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

সিরিয়ার সরকারবিরোধী জোটকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে এমনটি প্রত্যাশিতই ছিল। তবে ওই জোট গঠনের পরপরই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় মিত্র কয়েকটি দেশ জোটকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র কিছুটা সময় নেয়। যুক্তরাষ্ট্রের স্বীকৃতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদে বিদ্রোহী প্রচেষ্টায় এক নতুন আন্তর্জাতিক মাত্রা যোগ করলো। তবে আসাদবিরোধী জোটকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো অস্ত্র সহায়তা দেয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওবামা।

এদিকে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর উত্তর প্রবেশমুখে মঙ্গলবার একটি প্রধান ইনফ্যান্ট্রি একাডেমিকে ঘিরে সিরীয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা মঙ্গলবার একটি সামরিক স্কুলে ঢোকার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে। বিশাল এই সামরিক স্কুলটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের পার্শ্ববর্তী মুসলিমিয়াহ শহরের কাছে অবস্থিত। এখানে প্রায় তিন হাজার সৈন্য রয়েছে। আয়তন ও অবস্থানের জন্য একাডেমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেছেন, বিদ্রোহীরা কম্পাউন্ডের একটি বিশাল কৃষি ভবন দখল করে নেয়ার পর সামরিক একাডেমিটি ঘিরে রেখেছিল। এর আয়তন আট বর্গ কিলোমিটার। তাই এটির দখল নেয়া খুবই কঠিন হবে। সিরিয়ার হামা প্রদেশের আকরাব গ্রামে সংঘর্ষে কমপক্ষে ১২৫ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে। এছাড়া, ব্যাপক সংঘর্ষের পর বিদ্রোহীরা আলেপ্পোর শেখ সুলেমান সেনা ঘাঁটি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন সরকারি সেনা নিহত হয়েছে বলে বিরোধীরা দাবি করেছে।

অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ খবর