ছাত্রলীগ কর্মীদের হাতে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করায় বিএনপি ক্ষমতায় এলে স্বরাষ্টমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
হরতালের সমর্থনে বুধবার বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। গত রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের সময় ঢাকায় নির্মম খুনের শিকার হন বিশ্বজিৎ।
আমীর খসরু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, `মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়াকে নিয়ে উদ্ধত্যপূর্ণ যে বক্তব্য দিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলে তার মাসুল দিতে হবে। তিনি একজন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে হুমকি দিতে পারে না।`
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, `আবু সুফিয়ানের গ্রেফতার আওয়ামীলীগ সরকারের পতন ডেকে আনবে। এর আগেও আওয়ামীলীগ সরকার ক্ষমতার শেষ দিকে তাকে গ্রেফতার করেছিল। এরপরই তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতন হয়েছিল।`
মঙ্গলবার হরতাল চলাকালে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়।
সমাবেশে আবু সুফিয়ানের মুক্তি এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেনসহ ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান আমির খসরু।
সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আগামী নির্বাচনের দাবিতে ১৮ দলের ডাকা বৃহস্পতিবারের হরতাল সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নগর বিএনপির সভাপতি।
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।