ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলামে শহীদ আফ্রিদিকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছে। ফ্রেঞ্চাইজি ছয় দলের মধ্যে পাঁচটিই চেয়েছে পাকিস্তানের এই ক্রিকেটারকে। সর্বোচ্চ সাত লাখ ডলারে ঢাকা গ্ল্যাডিয়েটরস কিনে নিয়েছে তাকে। দ্বিতীয় সর্বোচ্চ মূল্য উঠেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। তাকে ৫ লাখ ৫১ হাজার ডলারে কিনেছে বরিশাল বার্নার্স।
ঢাকা গ্ল্যাডিয়েটরস: পাকিস্তানের শহীদ আফ্রিদি (৭ লাখ ডলার), একই দেশের সাঈদ আজমল (১ লাখ ডলার), ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড (৩ লাখ ডলার), বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (৪৫ হাজার ডলার), পাকিস্তানের রানা নাভিদ উল হাসান (১ লাখ ডলার), বাংলাদেশের নাজিমউদ্দিন চৌধুরী (৮৫ হাজার ডলার), ইলিয়াস সানি (৭৫ হাজার ডলার), নাজমুল হোসেন (৪৫ হাজার ডলার), স্টুয়ার্ট ম্যাকগিল (৫০ হাজার ডলার), ড্যারেন ইয়ান স্টিভেন (২৫ হাজার ডলার), ইমরান নাজির (৮৫ হাজার ডলার), মোশারফ হোসেন রুবেল (৬৫ হাজার ডলার), ধীমান ঘোষ (২০ হাজার ডলার), আনামুল হক বিজয় (২০ হাজার ডলার), তানভির হায়দার (২০ হাজার ডলার) ও আফতাব আহমেদ (২০ হাজার ডলার)।
চট্টগ্রাম কিংস: পাকিস্তানের শোয়েব মালিক (১ লাখ ৫০ হাজার ডলার), শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (১ লাখ ডলার), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো (১ লাখ ৫০ হাজার ডলার), বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ (১ লাখ ১০ হাজার ডলার), ফরহাদ রেজা (৬৫ হাজার ডলার), জহুরুল ইসলাম (১ লাখ ১০ হাজার ডলার), অ্যালেক্স কারভিজি (৩৫ হাজার ডলার), নাসির জামশেদ (১ লাখ ডলার), কায়েল কব্জার (২৫ হাজার ডলার), কেভিন কুপার (২৫ হাজার ডলার), ল্যান্ডল সিমন্স (২৫ হাজার ডলার), ফয়সাল হোসেন ডিকেন্স (২০ হাজার ডলার), এনামুল হক জুনিয়র (৫৫ হাজার ডলার), জিয়াউর রহমান (৪০ হাজার ডলার), সানজামুল ইসলাম (৪০ হাজার ডলার), শামসুর রহমান (৪৫ হাজার ডলার) ও জেরমে টেলর (৫০ হাজার ডলার)।
দুরন্ত রাজশাহী: পাকিস্তানের আব্দুল রাজ্জাক (১ লাখ ডলার), বাংলাদেশের জুনায়েদ সিদ্দিক (৭০ হাজার ডলার), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫০ হাজার ডলার), ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (৩ লাখ ৬০ হাজার ডলার), রিজওয়ান বিন চিমা (২৫ হাজার ডলার), মোহাম্মদ সামি (৭০ হাজার ডলার), কায়সার আব্বাস (২৫ হাজার ডলার), সাব্বির রহমান (৪০ হাজার ডলার), মুক্তার আলী (২০ হাজার ডলার), সৈয়দ রাসেল (২০ হাজার ডলার), আরিফুল হক (২০ হাজার ডলার), মিজানুর রহমান (২০ হাজার ডলার), সাকলাইন সজিব (৩৫ হাজার ডলার), সৌম্য সরকার (২০ হাজার ডলার), ফাওয়াদ আলম (৪৫ হাজার ডলার), শন আরভিন (২৫ হাজার ডলার) ও আসিফ আহমেদ রাতুল (২০ হাজার ডলার)।
খুলনা রয়েল বেঙ্গলস: বাংলাদেশের আব্দুর রাজ্জাক (৮৫ হাজার ডলার), একই দেশের নাসির হোসেন (২ লাখ ডলার), দক্ষিণ আফ্রিকার আন্দ্রে রাসেল (৮৫ হাজার ডলার), শ্রীলঙ্কার সনাৎ জুয়াসুরিয়া (১ লাখ ১০ হাজার ডলার), আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েন (৮০ হাজার ডলার), ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস (৬০ হাজার ডলার), শফিউল ইসলাম (৬৫ হাজার ডলার), জোন্স বাটলার (২৫ হাজার ডলার), শিবনারায়ন চন্দরপল (২৫ হাজার ডলার), নাজমুল হোসেন মিলন (৩৫ হাজার ডলার), ডলার মাহমুদ (২০ হাজার ডলার), মারশাল আয়্যুব (২০ হাজার ডলার), মাইশাকুর রহমান (২০ হাজার ডলার), সগির হোসেন পাভেল (২০ হাজার ডলার), হার্শেল গিবস (১ লাখ ডলার) ও ডুয়াইন স্মিথ (৫০ হাজার ডলার)।
বরিশাল বার্নার্স: ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫ লাখ ৫১ হাজার), ব্র্যাড হজ (১ লাখ ৪০ হাজার ডলার), ইয়াসির আরাফাত (৮০ হাজার ডলার), আহমেদ শেহজাদ (৫০ হাজার ডলার), সোহরাওয়ার্দী শুভ ( ৪৫ হাজার ডলার), মোঃ মিথুন (৮০ হাজার ডলার), হামিদ হাসান (৪০ হাজার), রমিজ রাজা জুনিয়র (২৫ হাজার ডলার), ফরহাদ হেসেন (২০ হাজার ডলার), মমিনুল হক (২০ হাজার ডলার), সোহাগ গাজী (২০ হাজার ডলার), নাজমুল হোসেন অপু (৫০ হাজার ডলার), আল আমীন (২০ হাজার ডলার), আলাউদ্দিন বাবু (৬৫ হাজার ডলার) ও কামরুল ইসলাম রাব্বি (২০ হাজার ডলার)।
সিলেট রয়্যালস: ইমরুল কায়েস (৫০ হাজার ডলার), পিটার ট্রেগো (৭৫ হাজার ডলার), ড্যারেন স্যামি (৫৫ হাজার ডলার), ব্র্যাড হগ (৫০ হাজার ডলার), সোহেল তানভির (১ লাখ ডলার), কামরান আকমল (১ লাখ ডলার), রুবেল হোসেন (৭০ হাজার ডলার), নাঈম ইসলাম ( ৯০ হাজার ডলার), ফ্রেডি ক্লুকার (২৫ হাজার ডলার), ফয়সাল ইকবাল (২৫ হাজার ডলার), নাদিফ চৌধুরী (৩০ হাজার ডলার), নূর হোসেন মুন্না (২০ হাজার ডলার), আরাফাত সালাউদ্দিন (২০ হাজার ডলার), তালহা জোবায়ের (২০ হাজার ডলার), শুভাগত হোম (৮০ হাজার ডলার), নাবিল সামাদ (২০ হাজার ডলার) ও গেরি কেডি (২৫ হাজার ডলার)।