নাশপাতি: নাটকে ম্যাজিক রিয়েলিজম

নাশপাতি: নাটকে ম্যাজিক রিয়েলিজম

মহিউদ্দীন আহ্মেদের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় নির্মিত খন্ড নাটক ‘নাশপাতি’। ম্যাজিক রিয়েলিজম ভিত্তিক এই নাটকটি শুটিং সম্পন্ন হয়েছে সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বিন্দু। মহিউদ্দীন আহ্মেদের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় নির্মিত খন্ড নাটক ‘নাশপাতি’। ম্যাজিক রিয়েলিজম ভিত্তিক এই নাটকটি শুটিং সম্পন্ন হয়েছে সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বিন্দু। ম্যাজিক রিয়েলিজম ভিত্তিক এ নাটকের গল্পে দেখা যাবে, সিএনজি চালক অভাবী আবুল মিয়া প্রায়ই নানারকম স্বপ্ন দেখে। এসব স্বপ্নে সে নিম্নবিত্ত জীবনের গন্ডি পেরিয়ে বিলাসী জীবনের স্বাদ নেয়। এক রাতে জনৈক জটলা বাবা আবুল মিয়াকে ঠোঙ্গা কাগজে মোড়ানো একটি নাশপাতি দিয়ে বলে পাক-পবিত্র মনে জিনিসটি খাওয়ার পর সে যা চাইবে তাই পাবে। যদিও ঘটনার পরম্পরায় নাশপাতি খাওয়ার পর শয্যাশায়ী হয়ে তাকে যেতে হয় হাসপাতালে। কিঞ্চিৎ হাস্যরসাত্মক আদলে রচিত এই নাটকে কল্পজগৎ আর বাস্তবতার চিরায়ত দ্বন্দ্ব ফুটে উঠেছে দারুণভাবে। নাটকটি সম্পর্কে নির্দেশক সৈয়দ জামিম বলেন, অদ্ভুত এক ঘোরের নাটক ‘নাশপাতি’। শুটিং-এ নাশপাতি খেয়ে আমরা সবাই মজা করেছি।’ নাটকটিতে আনিসুর রহমান মিলন ও বিন্দু ছাড়াও আরো অভিনয় করেছেন করেছেন রাজু খান, দুখু সুমন প্রমুখ। ম্যাজিক রিয়েলিজম ভিত্তিক এ নাটকের গল্পে দেখা যাবে, সিএনজি চালক অভাবী আবুল মিয়া প্রায়ই নানারকম স্বপ্ন দেখে। এসব স্বপ্নে সে নিম্নবিত্ত জীবনের গন্ডি পেরিয়ে বিলাসী জীবনের স্বাদ নেয়। এক রাতে জনৈক জটলা বাবা আবুল মিয়াকে ঠোঙ্গা কাগজে মোড়ানো একটি নাশপাতি দিয়ে বলে পাক-পবিত্র মনে জিনিসটি খাওয়ার পর সে যা চাইবে তাই পাবে। যদিও ঘটনার পরম্পরায় নাশপাতি খাওয়ার পর শয্যাশায়ী হয়ে তাকে যেতে হয় হাসপাতালে। কিঞ্চিৎ হাস্যরসাত্মক আদলে রচিত এই নাটকে কল্পজগৎ আর বাস্তবতার চিরায়ত দ্বন্দ্ব ফুটে উঠেছে দারুণভাবে। নাটকটি সম্পর্কে নির্দেশক সৈয়দ জামিম বলেন, অদ্ভুত এক ঘোরের নাটক ‘নাশপাতি’। শুটিং-এ নাশপাতি খেয়ে আমরা সবাই মজা করেছি।’ নাটকটিতে আনিসুর রহমান মিলন ও বিন্দু ছাড়াও আরো অভিনয় করেছেন করেছেন রাজু খান, দুখু সুমন প্রমুখ।

বিনোদন শীর্ষ খবর