বিশ্বজিতের খুনিদের গ্রেফতারে নির্দেশ

বিশ্বজিতের খুনিদের গ্রেফতারে নির্দেশ

গত রোববারের অবরোধ চলাকালে রাজধানীর পুরান ঢাকায় বিশ্বজিৎ দাশ হত্যায় জড়িত বলে চিহ্নিত পাঁচজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিশ্বজিতের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. ইউনূস আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশে আদালত বলেন, “২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে। যদি তাদের গ্রেফতার না করা হয়, তাহলে কেন তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি তা আদালতকে জানাতে হবে।”

বিবাদীরা হলেন, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকার পুলিশ সুপার, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে জনস্বার্থে রিট আবেদনটি করেন একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক নাজিম আহমদে।

 

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর