ভারতের গুজরাট প্রদেশের সরকারি কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ব্যাপারে তার কাছে অভিযোগও করা হয়েছে বলে জানান তিনি।
রোববার প্রদেশের নির্বাচনী সমাবেশে মনমোহন বলেন, “আমরা নিয়মিত অভিযোগ পাচ্ছি যে সংখ্যালঘু ও সমাজের অন্যান্য ক্ষুদ্র অংশ প্রদেশের মধ্যে নিজের নিরাপদহীন মনে করছেন। এমনকি কয়েকজন সরকারি কর্মকর্তাও এমন অভিযোগ করেছেন। আমাদের দেশের জন্য এটি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।”
তিনি বলেন, “মাহাত্মা গান্ধির মাটিতে এমন পরিবেশর সৃষ্টি খুবই দুঃখের বিষয়।”
কারও নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে সম্প্রতি বরখাস্ত হওয়া আইপিএস কর্মকর্তা সঞ্জিব ভাটের দিকে সন্দেহের আঙ্গুল তুলেন। ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জড়িত থাকা সম্পর্কে গত বছর আদালত হলফনামা দিয়েছিলেন তিনি।
দাঙ্গার তদন্তকারী নানাভাতি কমিশনেও মোদির বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। এ ঘটনার জেরে এসআরপি প্রশিক্ষণ স্কুলের অধ্যক্ষ ভাটকে বরখাস্ত করে প্রাদেশিক সরকার।