রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল রোববার রাত থেকে মাঝারি কুয়াশায় আচ্ছন্ন।
ভূপৃষ্ঠ অপেক্ষাকৃত ঠাণ্ডা ও উপরিভাগ গরম থাকায় কুয়াশার ঘনত্ব বেশি বলে জানিয়েছেন একজন আবহাওয়াবিদ।
রাত ১০টা থেকে রাজধানী কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। কয়েক গজ দূরের কিছুও দেখা যাচ্ছে না, ফলে গাড়িগুলো অনেক ধীর গতিতে চলছে।
শনিবার মধ্যরাতেও কুয়াশা থাকায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল ব্যাহত হয়। পথ দেখতে না পাওয়ায় অনেক লঞ্চ ও ফেরি নদীতে নোঙর করে থাকে দীর্ঘ সময়। এমনই একটি ফেরিতে আটকা পড়েন নৌমন্ত্রী শাজাহান খানও।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা হাফিজুর রহমান বিডিনিউজ বলেন, “নদ-নদী অববাহিকায় কুয়াশা পড়ছে বেশি। চলতি মাসের শুরুতে কুয়াশা বেশি পড়লেও শেষার্ধে বৃষ্টি হলে তা কমে শীতের তীব্রতা বাড়বে।”
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা পড়বে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
ওই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০-১১ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসেও বলা হয়, মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে (১-২) টি মৃদু (০৮-১০ সে.)/ মাঝারী (০৬-০৮ সে.) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী/ ঘন কুয়াশা পড়তে পারে।