বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোলস্টেইনের সঙ্গে রোববার রাতে জরুরি ও একান্ত বৈঠক করেছেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে তিনি এই বৈঠক করেন বলে দলীয় একটি সূত্র বাংলানিউজকে জানায়।
সূত্র জানায়, গোল্ডস্টেইনের বাসায় রাত ৭ টা থেকে ৮ পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকের আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সৈয়দ আশরাফ। সেখান থেকে বের হয়ে সরাসরি গোল্ডস্টেইনের বাসায় যান।
বৈঠকে সুনির্দিষ্ট কি আলোচনা হয়েছে তা সূত্রটি জানাতে পারেনি। তবে ধারনা করা হচ্ছে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে আশঙ্কা দেখা দেওয়া ও এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তসহ বিভিন্ন ইস্যুই এই বৈঠকে স্থান পেয়েছে।