জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরাব সিদ্দিকী সজিব (২২) খুন হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টায় নগরীর শিবগঞ্জের খরাদিপাড়ায় তার বাসার কাছাকাছি স্থানে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার খুন হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ পরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, শিবগঞ্জের বৈশাখী এলাকার ১২১ নম্বরে নিজ বাসার সামনে ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার লাশ রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ঠিক কি কারণে ও কারা তাকে ছুরিকাহত করেছে তা এখনও জানা যায়নি বলে জানান ওসি।
একটি সূত্র জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরিকাহত করা হয়।
জাতীয় পার্টির মহানগরের যুগ্ম সচিব নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত সজীব পেশায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন। সন্ধ্যার দিকে চার-পাঁচজনের একদল যুবক তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যু সংবাদে সিলেটের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমিয়েছেন।