আগামী মঙ্গলবার (১১ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জোটের ডাকা আজ রোববারের অবরোধের সময় সারা দেশে চারজন নিহত, ৬০০ জন আহত ও ৪৪৭ জনের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল পালন করবে ১৮ দলীয় জোট।
আজ রাতে বিএনপির গুলশানে কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একই কারণে কাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জোট। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্থায়ী কমিটির বৈঠক চলাকালে রাত পৌনে নয়টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জোটের এ সিদ্ধান্তের কথা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠক এখনো চলছে। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।