খালেদার সঙ্গে তারানকোর বৈঠক, সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

খালেদার সঙ্গে তারানকোর বৈঠক, সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। ঢাকা সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এ মনোভাব ব্যক্ত করেছেন। সফরের দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যায় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী মানবজমিনকে বলেন, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি মূলত দু’টি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা। দ্বিতীয়ত, সবার অংশগ্রহণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ। জাতিসংঘ প্রতিনিধির আকাঙক্ষার প্রতি বিএনপি চেয়ারপার্সন ঐকমত্য পোষণ করেছেন। বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ইলেক্ট্রোরাল এসিসট্যান্স বিভাগের পরিচালক ক্রেইগ জেনেস, দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি চিফ ডেন হিতুকি এবং বাংলাদেশে সংস্থাটির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর