চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল, পুলিশ জানে না

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে নগরীতে ঝটিকা মিছিল বের করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মিছিলের ব্যাপারে তারা কিছুই জানে না।

বুধবার দুপুরে কোতোয়ালি থানার মেহেদিবাগ থেকে মিছিলটি বের করা হয় এবং পাঁচলাইশ থানার আওতাধীন প্রবর্তক মোড়ে শেষ করা হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শিবির দাবি করে, পুলিশি তল্লাশির নামে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মিছিলে নগর শিবির সভাপতি মুহাম্মদ ইসমাঈল, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম, এস এম নওয়াব আলী, আলতাফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, মেহেদিবাগের সিডিএ মসজিদ এলাকা থেকে শিবিরের মিছিল বের করা প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ‘আমার থানা এলাকার মধ্যে শিবিরের কোনও মিছিল বের করা হয়নি। যতদূর জেনেছি গরিব উল্লাহ শাহের (র.) মাজার এলাকায় একটি জানাজা ছিল। সেখানে মুসল্লিরা জমায়েত হয়েছিলেন।’

পাঁচলাইশ থানার ওসি মো. ইসমাইল হোসেনও শিবিরের মিছিল করার ব্যাপারটি অস্বীকার করেন। তিনিও জানাজার কথা বলেন।

উল্লেখ্য, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে গোপন সভা চলছে- এমন খবরের ভিত্তিতে চন্দনপুরা ডিসি রোড এলাকায় শিবিরের কার্যালয় ও আবাসিক ছাত্রাবাসে মঙ্গলবার ব্যাপক তল্লাশি চালিয়েছিল পুলিশ।

রাজনীতি