যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ১০ ডিসেম্বর তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ ড্যান মোজীনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবার্ট ও ব্লেইকের এবারের সফরে দেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয়টি আরো স্পষ্ট হবে।
সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন ব্লেইক। ঢাকায় অবস্থানকালে কূটনীতিক, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।
৯ ডিসেম্বর সকালে রাজধানীর রেডিসনে অনুষ্ঠেয় দু’দিনের সাউথ এশিয়ান উইমেন এন্টারপ্রিনারশিপ সিম্পোজিয়াম-এর উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মেলানি ভারবিয়ার অংশ নেবেন।