গ্রিন গভর্নরের স্বীকৃতি পেলেন আতিউর

গ্রিন গভর্নরের স্বীকৃতি পেলেন আতিউর

পরিবেশবান্ধব ও ‍গ্রিন ব্যাংকিং কার্যক্রমের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেসেল কেইটি ড. আতিউর রহমানকে ‍গ্রিন গভর্নরের স্বীকৃতি দিয়েছেন।

এর আগে গত রোববার কাতারের দোহায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘কপ ১৮’ এ অংশ নিয়ে ড. আতিউর রহমান সর্বসম্মতভাবে এ উপাধি পান।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট গ্রিন ব্যাংকিং এ‍র জন্য বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, কপ-১৮ সম্মেলনে অংশ নিতে গত দুই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান কাতার যান এবং শনিবার ভোরে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর