সংবিধান সংরক্ষণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না- এরশাদ

সংবিধান সংরক্ষণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না- এরশাদ

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। তিনি বলেছেন, ৯০‘য়ে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের পর বড় দুই দল আমার ভয়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বাতিল করেছে। যদি তাদের সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রর্তণ করুক। তারা সবাই মিলে প্রার্থী দিক। আর আমিও প্রার্থী হবো। ইনশাল্লাহ আমিই জয়ী হবো’। সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, জাতীয় পার্টি রাজনীতির ফ্যাক্টর। আমরা আর ফেলনা নই। পথের ধুলো নই। নির্ভয়ে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবো। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার পর সামনে সুদিন অপেক্ষা করছে এই সুযোগ কাজে লাগাতে হবে। অনেকে বলেন- আমি জেলে যাওয়ার ভয়ে কথা বলছি না। জোট থেকে বের হচ্ছি না। আমি জানি কখন জোট থেকে বের হয়ে আসতে হবে। জেলের ভয় আমি করি না। আমাকে কেউ জেলে নিতে পারবে না। কারো ক্ষমতা নেই আমাকে বন্দী করে রাখার।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর